নতুন ভোটার হইতে যা প্রয়োজন
01 । জন্ম নিবন্ধন সনদ (অনলাইন)। (পেীরসভা/ ইউনিয়ন পরিষদ হতে সংগৃহিত) হাতে লেখা জন্মসনদ গ্রহণযোগ্য নয়।
02 । পাসর্পোট, ড্রাইভিং লাইসেন্স এর ফটোকপি। (প্রবাসী হলে পাসপোর্ট দিতে হবে)
03 । শিক্ষাগত যোগ্যতা সনদ এস, এস, সি এবং সর্বোচ্চ সনদ (যদি থাকে)।
04 । পিতা-মাতার NID কপি দিতে হবে (প্রযোজ্য ক্ষেত্রে মৃত্যু সনদ)।
05 । স্বামী/স্ত্রীর NID কপি দিতে হবে। (প্রযোজ্য ক্ষেত্রে বিয়ের কাবিন নামা)
06 । বিদুৎ বিল/হোল্ডিং নম্বর/পেীরকর রশিদ/খাজনা রশিদ এর কাগজ যার নামে তার NID কপি দিতে হবে।
07 । পৌরসভা/ইউনিয়ন পরিষদ এর প্যাড হতে প্রত্যায়ন পত্রে স্বারক নাম্বার উল্লেখ্যসহ (কেনো ভোটার হয়তে পারে নাই ? পূর্বে ভোটার হয়েছে কি না এই বিষয় উল্লেখ করে প্রত্যায়ন) এবং নাগরিক সনদ।
08 । চাহিত রক্তের গ্রোপের মেডিকেল রিপোর্ট।
09 । অনলাইনে https://services.nidw.gov.bd এই লিংকে প্রবেশ করে আবেদন করতে হবে।
10 । আবেদন করার পর ফরমটি ডাউনলোড করে ডাউনলোডকৃত ফরমের 34 নং ক্রমিকে সনাক্তকারীর আইডি নম্বর লিখতে হবে (যে এলাকার ভোটার হবে সে এলাকার যে কোন ব্যক্তি) ও 35 নং ক্রমিকে সনাক্তকারীর স্বাক্ষর অবশ্যই থাকতে হবে।
11 । পৌরসভার ওর্য়াড কাউন্সিলর/ইউপি মেম্বার হবে যাচাইকারী 40 নাম্বারে নাম, 41 নাম্বারে NID নাম্বার 42 নাম্বারে স্বাক্ষর ও সীল থাকতে হবে)
12 । অনলাইন আবেদন ফরমে কেন প্রকার ঘসামজা/কাটাকাটি করা যাবে না।
13 । সংযুক্ত সকল কাগজপত্রের ফটোকপি সত্যায়িত হতে হবে।
একস্থান হতে অন্য স্থানে ভোটার স্থানান্তর হওয়ার জন্য যা প্রয়োজন
01। প্রত্যায়ন অফিস স্বারকে (পৌরসভা/ইউনিয়ন পরিষদ এর প্যাড হতে হবে এবং প্রত্যায়নপত্রে মেয়র/চেয়ারম্যান এবং কাউন্সিলর / মেম্বারে স্বাক্ষর থাকতে হবে)
02। বিদুৎ বিল/হোল্ডিং নম্বর/পেীরকর রশিদ/খাজনা রশিদ এর কাগজ যার নামে তার NID কপি দিতে হবে।
03। আবেদনকারীর জাতীয় পরিচয়পত্রের ফটোকপি।
04। পিতা/মাতা/ভাই এর NID কপি।
05। ভাড়াটিয়াদের জন্য বাড়ী্ওয়ালার প্রত্যায়ন (NID র অনরুপ স্বাক্ষর ও মোবাইল নাম্বার সহ ।
06। মহিলাদের ক্ষেত্রে স্থানান্তর কারণ বিবাহ হয়লে কাবিন-নামা দিতে হবে।
07। ফরম-13 এর অপর পৃষ্ঠায় আবেদনকারীকে সনাক্তকারী হিসাবে ওর্য়াড মেম্বার/পৌর কাউন্সিলর এর সীলসহ স্বাক্ষর ও এনআইডি নাম্বার দিতে হবে।
08। আবেদনকারীকে স্বশরীরে অফিসে উপস্থিত হয়ে আবেদন জমা দিতে হবে।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS